আসানসোল স্টেশনে এক যাত্রীর কাছ থেকে নগদ ৭১ লক্ষ টাকা উদ্ধার করল রেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রেলপুলিশ স্টেশনের ৫ ও ৬ নং প্ল্যাটফর্ম থেকে এক যাত্রীকে আটক করে ব্যাগে তল্লাশি চালিয়ে ওই টাকা উদ্ধার করে। আটক ব্যক্তি নিজেকে চালকলের কর্মী বলে দাবি করেছেন।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় এক ব্যক্তি আসানসোল স্টেশনের স্টেশনের ৫ ও ৬ নং প্ল্যাটফর্ম একটি বড়সড় ব্যাগ নিয়ে অপেক্ষা করছিলেন। সন্দেহ হওয়ায় রেল পুলিশ তাঁর ব্যাগ তল্লাশি করলে প্রচুর টাকার বান্ডিল পায়। রেল পুলিশ আয়কর দফতরে খবর দিলে আয়কর দফতরের আধিকারিকরা এসে ব্যাগের টাকা গুণে দেখেন ৭১ লক্ষ টাকা আছে। আটক ব্যক্তি নিজেকে রাইস মিলের কর্মী বলে দাবি করেছেন। তিনি আয়কর দফতরের আধিকারিকদের জানিয়েছেন, চাল ব্যবসায়ীদের কাছ থেকে রাইস মিলের টাকা নিয়ে তিনি ফিরছিলেন। আয়কর দফতর তাঁকে টাকার উৎস নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।