গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৫১২ জন, বর্ধমান পৌর এলাকায় আক্রান্তের সংখ্যা ১৭২। শনিবার থেকে বর্ধমান শহরে বিধিনিষেধ আরও কড়াকড়ি করল প্রশাসন। আগামীকাল থেকে দোকান খোলা বন্ধে বিধিনিষেধ, রবিবার শহরে সব দোকানপাট বন্ধ থাকবে। মূল রাস্তা ও জনবহুল এলাকার এক এক দিকের দোকান এক এক দিন খোলা ও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। একদিন বন্ধ থাকবে রাস্তার ডানদিকের দোকান, পরের দিন বন্ধ বাঁদিকের দোকান। কোন দিন কোন এলাকার দোকান বন্ধ তা নির্দেশে জানিয়ে দেওয়া হয়েছে। রবিবার শহরের সব দোকান বন্ধ থাকবে। ১০ জানুয়ারি বর্ধমান শহরে মাছ, সবজি বাজার ও মিষ্টির দোকান বন্ধ থাকবে। ওই সব দোকান খোলা ও বন্ধের সময় ১০ জানুয়ারি জানান হবে বলে জানা গেছে।
বর্ধমান শহরে দোকান-বাজার খোলা ও বন্ধের নির্দেশিকা…..