Photo Collected

পূর্ব বর্ধমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের পক্ষ থেকে বাড়তে থাকা করোনা আক্রান্তের সংখ্যা দেখে হেল্পলাইন চালু করা হল। মোট চারটি ফোন নম্বর দেওয়া হয়েছে হেল্পলাইন নম্বর হিসাবে। চারটি হেল্পলাইন নম্বর ২৪ ঘন্টাই খোলা থাকবে। এই ফোন নম্বরগুলিতে ফোন করে করোনা আক্রান্তদের জন্য জেলার হাসপাতালগুলিতে ভর্তি সংক্রান্ত, পরিবহণের জন্য ১০২ অ্যাম্বুলেন্স সংক্রান্ত ও অক্সিজেন সরবরাহ সংক্রান্ত যাবতীয় তথ্য ২৪×৭ পাওয়া যাবে।

হেল্পলাইন নম্বরগুলি হল…..
98835 37397
98836 61199
62961 80885
82507 65669

জেলায় ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আক্রান্তদের যাতে চিকিৎসা সংক্রান্ত কোন রকম অসুবিধা না হয় সেই কথা ভেবেই এই হেল্পলাইন নম্বরগুলি চালু করা হয়েছে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে। এছাড়াও ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ফলে জেলার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নেও জোর দেওয়া হচ্ছে। সমস্ত ব্লকে অত্যন্ত পক্ষ ২০ টি করে বেডের সেফহোম প্রস্তুত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Like Us On Facebook