২ জানুয়ারি বর্ধমানে মাটি উৎসবের মঞ্চ থেকে ২৯ জানুয়ারি একইসাথে রাজ্য, জেলা ও ব্লক থেকে ৫ লক্ষ বাংলার বাড়ি তুলে দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী উপভোক্তাদের বাংলার বাড়ি তুলে দেওয়ার প্রকল্পের সূচনা করেন। একইসঙ্গে বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালন করা হয়। বর্ধমান ২ নং ব্লকের বননবগ্রাম মাঠে পূর্ব বর্ধমান জেলার মূল অনুষ্ঠানটি হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ অন্যান্যরা। এছাড়াও জেলার সমস্ত ব্লকেও একই সঙ্গে পালিত হয় এই কর্মসূচি। এদিন পুর্ব বর্ধমান জেলায় ৫০,১৮৫ জন উপভোক্তার হাতে আনুষ্ঠানিক ভাবে বাংলার বাড়ি প্রকল্পের শংসাপত্র তুলে দেওয়া হয়। বাড়ি তৈরির জন্য ধাপে ধাপে টাকা পাবেন সুবিধাপ্রাপ্তরা।

Like Us On Facebook

 

—————–