ফের প্রচুর সংখ্যক কচ্ছপ উদ্ধার হল বর্ধমানে। এবার আর দুন এক্সপ্রেসে নয়, কচ্ছপ পাচার হচ্ছিল সড়ক পথে। সোমবার বর্ধমানের বড়শুলে ২ নম্বর জাতীয় সড়কে যৌথ অভিযানে উদ্ধার হল ৫০১ কচ্ছপ। ধৃত ২।
গোপন সূত্রে খবর পেয়ে এদিন ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো (ডব্লিউসিসিবি) এবং বনদফতর যৌথভাবে অভিযানে নামে। খবর ছিল উত্তরপ্রদেশ থেকে চার চাকা গাড়িতে বস্তায় ভরে পাচার করা হচ্ছে কচ্ছপ। সেইমতো বড়শুলে ২ নম্বর জাতীয় সড়কে রাস্তায় গাড়ি আটকে তল্লাশি চালাতে গিয়ে কচ্ছপের হদিশ মেলে। কচ্ছপ পাচারের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়। আটক করা কচ্ছপ বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
Like Us On Facebook