‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ অভিযানের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সুনীতা সিং চোকন শুক্রবার ইস্পাত নগরী বোকারো পৌঁছলেন। শনিবার তিনি দুর্গাপুর পৌঁছবেন বলে জানা গেছে। ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ এবং ‘গাছ লাগাও, গাছ বাঁচাও’ সহ সামাজিক সচেতনতামূলক বিভিন্ন বার্তা দেশের কোণে কোণে ছড়িয়ে দিতে এভারেস্ট জয়ী হরিয়াণার মেয়ে সুনীতা গুজরাতের সোমনাথ থেকে সিকিম হয়ে নেপাল পর্যন্ত ৫০০০ কিমি সাইকেল অভিযান শুরু করেছেন। ১৫ জুলাই গুজরাতের সোমনাথ মন্দির থেকে যাত্রা শুরু করেছেন সুনীতা। যাত্রাপথে শুক্রবার তিনি বোকারো পৌছলে সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
২০১১ সালে এভারেস্ট জয় করা ৩২ বছরের সুনীতা শনিবার দুর্গাপুরে পৌঁছবেন। এখনও পর্যন্ত প্রায় ২৫০০ কিমি রাস্তা তিনি সাইকেলে অতিক্রম করে এসেছেন। আরও প্রায় ২৫০০ কিমি রাস্তা পেরিয়ে তিনি নেপাল পৌঁছবেন। পুরো রাস্তায় তিনি বিভিন্ন গ্রাম-শহরে গাছ লাগানো, মহিলাদের সম্মান করা, রক্তদান করা সহ বিভিন্ন সমাজ সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন। নারীশক্তি সহ বিভিন্ন পুরস্কারে সম্মানিত সুনীতা সিং চোকন শনিবার দুর্গাপুরে পৌঁছলে তাঁকে রোটারি ক্লাবের সদস্যরা অভ্যর্থনা জানাবেন।