শুক্রবার বর্ধমানে পশ্চিমবঙ্গের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসুনিশ্চিতকরণ প্রকল্পের মাসিক পত্রিকা ‘একশোয় একশো’র প্রথম সংখ্যার উদ্বোধন হল। রাজ্যের মধ্যে প্রথম ১০০ দিনের কাজের ক্ষেত্রে এই ধরণের পত্রিকা প্রকাশিত হল। প্রতিমাসে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে প্রকাশিত হবে এই পত্রিকা। প্রতি সংখ্যায় এক একটি জেলা বিশেষ প্রাধান্য পাবে এবং সেই জেলা থেকেই প্রকাশিত হবে এই মাসিক পত্রিকা। পত্রিকার প্রথম সংখ্যাটি প্রকাশিত হল পূর্ব বর্ধমান জেলকে নিয়ে।

এদিন বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে পত্রিকাটির উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের আর এক মন্ত্রী স্বপন দেবনাথ বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, সাংসদ সুনীল মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, বাগবুল ইসলাম, নারায়ণ হাজরা সহ অনেকে। একশো দিনের প্রকল্প পূর্ব বর্ধমান জেলায় সেরার স্বীকৃতি পেয়েছে। জেলার বিভিন্ন ব্লকে একাধিক উন্নয়নমুখী কাজ হচ্ছে। এটা একশো দিনের কাজের প্রকল্পের জন্যই সম্ভব হয়েছে বলে মনে করছেন উপস্থিত অনেকেই। একশোয় একশো নামে মাসিক পত্রিকাটি থেকে বিভিন্ন জেলার একশো দিনের কাজের প্রকল্পের একাধিক বিষয়ে জানতে পারবেন সকলে।

এদিন সুব্রতবাবু জানান, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ত্রিস্তর পঞ্চায়েতের বোর্ড গঠন শুরু হবে। যে সব ক্ষেত্রে আদালতে কোনও অভিযোগ নেই, সেই সব ক্ষেত্রে নির্বাচন হয়েছে এমন পঞ্চায়েত ও জেলাপরিষদের বোর্ড গঠন হবে। বোর্ড গঠন হবে ৮টি জেলাপরিষদ, ১২৪টি পঞ্চায়েত সমিতি ও ১৬৯২ টি গ্রাম পঞ্চায়েতে।
বাকিগুলির ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হবে আদালতের নির্দেশ মেনে।

Like Us On Facebook