.
পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম-১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার এক কর্মীসভা অনুষ্ঠিত হল বেলারি হাইস্কুল মাঠে। এই কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আউসগ্রামের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল। এদিন বিজিপি সহ অন্যান্য বিরোধী শিবির থেকে প্রায় ৫০০ জন কর্মী অনুব্রত মণ্ডলের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। পাশাপাশি লোকসভা ভোটে জয়ী প্রার্থী অসিত মাল, আউসগ্রাম ব্লকের বিধায়ক অভেদানন্দ থান্ডার সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাও উপস্থিত ছিলেন এদিনের কর্মীসভায়। আগামী বিধানসভা ভোটে প্রচুর ভোটে জয়লাভ করতে হবে এই বার্তা দেন অনুব্রত মণ্ডল।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?
Like Us On Facebook