ফের কচ্ছপ উদ্ধার হল ডাউন দুন এক্সপ্রেস থেকে। বৃহস্পতিবার ডাউন দুন এক্সপ্রেস বর্ধমান স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্মে দাঁড়ালে জিআরপি রুটিন তল্লাশির সময় ট্রেনের সামনের দিকে জেনারেল কামরায় সিটের নীচে একটি ট্রাভেল ব্যাগ দেখতে পায়। ব্যাগের মালিককে না পেয়ে সন্দেহ হওয়ায় জিআরপি কর্মীরা ব্যাগটি ট্রেন থেকে নামায়। তারপর ব্যাগ খুলে দেখা য়ায় একটি চটের ব্যাগের ভিতর কচ্ছপ আছে। ৪৩ টি কচ্ছপ উদ্ধার হয় চটের ব্যাগ থেকে। বনদফতরের হাতে উদ্ধার ৪৩ টি কচ্ছপ তুলে দেয় জিআরপি।
Like Us On Facebook