ফের ভোগান্তির আশঙ্কা। আজ ১৪ ঘন্টার পাওয়ার ব্লক বর্ধমান স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মে। বাতিল বেশ কিছু লোকাল ও দূরপাল্লার ট্রেন। কারণ পুরানো রেল ওভার ব্রিজের বয়স ১০০ বছরেরও বেশি। একে বয়সের ভার, তার ওপর উচ্চতা কম। দিন দিন তাই সমস্যা বাড়ছিল। সেই কারণে, বর্ধমান স্টেশনের ১ থেকে ৮ নম্বর প্ল্যাটফর্মের ওপর দিয়ে যাওয়া পুরানো ওভারব্রিজটি ভাঙার কাজ শুরু হয়েছে। এই কাজের জন্য ২৬ তারিখ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ট্রেন চলাচল। বাতিল হচ্ছে বেশ কিছু লোকাল ও দূরপাল্লার ট্রেন।
এক বিজ্ঞপ্তিতে পূর্ব রেল জানিয়েছে, বৃহস্পতিবার ১৪ ঘণ্টার জন্য পাওয়ার ব্লক থাকবে বর্ধমান স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মে। তার জেরে বৃহস্পতিবার ৩১ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে হাওড়া-বর্ধমান মেন লাইনে বাতিল হয়েছে ৩৪টি এবং কর্ড লাইনে ২৮টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি, বৃহস্পতিবার বাতিল হয়েছে ৪১টি দূরপাল্লার ট্রেনও। এদিন মধ্যরাত থেকে বৃহস্পতিবার সন্ধে ৬ টা পর্যন্ত বাতিল থাকেবে ট্রেনগুলি। রেল সূত্রে খবর, প্রিমিয়াম ট্রেনগুলি অন্য লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।