আসানসোলের ভূত বাংলোর কাছে পুলিশের নতুন সদর দপ্তর তৈরি করা হবে। যে জমিতে ওই সদর দপ্তর তৈরি করা হবে সেই জমিতে বহু বছর ধরে ৩০ টি পরিবার বসবাস করছিল। তাঁদেরকে সরিয়ে বুধবার আসানসোল নগর নিগমের পক্ষ থেকে কল্যাণপুর হাউসিং-এর কাছে বিএসইউপি হাউসিং-এ পুর্নবাসন দেওয়া হল। আজকের এই চাবি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল নগর নিগমের মেয়র, ডেপুটি মেয়র ও পুলিশ কমিশনার।