ঈদের নমাজ পরে বাইক নিয়ে আউসগ্রাম থেকে গুসকরা যাওয়ার পথে একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে গুরুতর আহত হল ৩ কিশোর। দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের আউশগ্রাম গুসকরা রোডের সুকান্তপল্লীর কাছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে গুসকারা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাদের বর্ধমান হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ঈদের নামাজ সেরে আউশগ্রাম থেকে তিন কিশোর বিনা হেলমেটে বাইক নিয়ে বের হয়। এরপর গুসকরা রোডের সুকান্তপল্লীর কাছে তাদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে। তিনজনেই গুরুতর আহত হয়। স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে গুসকরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে তাদের বর্ধমান হাসপাতালে স্থানান্তর করা হয়।
Like Us On Facebook