.
২৬/১১ হামলায় নিহতদের স্মরণে আজ পানাগড় বাজারের চৌমাথা মোড়ে জাকিউর রহমান লাকভি, মাসুদ আজহারের কুশপুতুল জ্বালালো বিজেপি। পানাগড় চৌমাথা থেকে বিজেপির নেতা-কর্মীরা মিছিল করে রেলগেট পর্যন্ত যান সেখান থেকে ফের পানাগড় ক্যানেলপার মোড় হয়ে চৌমাথা মোড়ে মিছিল শেষে কুশপুতুল দাহ করা হয়। একই সঙ্গে আজকের দিনে বাম সংগঠনের ডাকা বনধের বিরোধিতা করেন বর্ধমান সদরের বিজেপি জেলা সভাপতি রমন শর্মা ছাড়াও ছিলেন ২ নম্বর মন্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালি সহ বিজেপি কর্মী সমর্থকরা।
Like Us On Facebook