আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে কাঁকসার গ্রামীণ এলাকায় শাসক ও বিরোধী দলে বড় সড় ফাটল হল। রবিবার পানাগড় মার্কেটে এক সভায় শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল সিপিএম এবং ফরোয়ার্ড ব্লক থেকে ২০ জন নেতা-কর্মী বিজেপির রাজ্য সহ সভানেত্রী রাজকুমারী কেশরীর হাত থেকে বিজেপির দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগ দান করেন।
দলত্যাগীরা এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নে প্রভাবিত হয়ে বিজেপিতে যোগ দান করার কথা বলেন। এদিন পানাগড় বাজারে আয়োজিত এই পথ সভায় বিজেপির রাজ্য সহ সভানেত্রীর বক্তব্য শোনার জন্য প্রচুর বিজেপি কর্মীরা সমবেত হন। এদিনের সভায় বিজেপির রাজ্য সহ সভানেত্রী রাজকুমারী কেশরী বাংলাকে তৃণমূল কংগ্রেসের অপশাসনের কবল থেকে মুক্ত করার জন্য পরিবর্তনের ডাক দেন।
Like Us On Facebook