ঈদ উৎসবকে ঘিরে সর্বত্র যখন খুশির আমেজ, তখন আসানোলের নিয়ামতপুরে কুলতোড়ার মুসলিম পাড়ায় বিষাদের ছায়া। ঈদের আগের রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এলাকার দুই কিশোরের। মৃত দুই কিশোরের নাম মহম্মদ ওয়াসিম (১৭) ও মহম্মদ আলতাফ (১৪)। কুলতোড়ার মুসলিম মহল্লায় এদিন ম্লান হয়ে গেল ঈদের উৎসব।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উৎসব উপলক্ষে শুক্রবার রাতে মহম্মদ ওয়াসিম ও মহম্মদ আলতাফ অন্যান্যদের সঙ্গে স্থানীয় মসজিদ সাজানোর কাজ করছিল। রাত ১১টা নাগাদ তারা বাইক নিয়ে স্থানীয় মোড়ের দোকানে চা খেতে যায়। মোটর বাইকে করে চা খেতে গিয়ে কুলতোড়া পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় একটি অটোর সাথে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে দু’জনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাতেই দু’জনের মৃত্যু হয়। স্থানীয়রা অটো চালককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ময়না তদন্তের পর শনিবার দেহদুটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।