বর্ধমান শহরের লস্করদিঘী পশ্চিমপাড় এলাকার ভাড়াটিয়া সিগারেট ব্যবসায়ীকে খুনের ঘটনায় পুলিশ গ্রেপ্তার করল বাড়ির মালিকের দুই ছেলেকে। পুলিশের দাবি, টানা জেরায় অপরাধ কবুল করেছেন ধৃত ২জন। জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, এই খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ বাড়ির মালিকের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করে। তাতেই এই খুনের রহস্য উদ্ঘাটিত হয়।
ধৃত শেখ আবিদ হোসেন, শেখ সাজিদ হোসেন বর্ধমান শহরের লস্করদিঘী পশ্চিম-পাড়ার বাসিন্দা। এদের বাড়িতেই ভাড়া থাকতেন ব্যবসায়ী সাজ্জাদ মন্ডল। পুলিশ সুপার জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে বর্ধমান আদালতে ১০দিনের পুলিশি হেফাজতের আবেদন জানালে আদালত পাঁচ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে।
উল্লেখ্য, গত বুধবার ভর সন্ধ্যোয় বর্ধমান শহরে লস্করদিঘীতে সাজ্জাদ মণ্ডল নামে এক সিগারেট ব্যবসায়ী খুন হন। এই খুনের ঘটনায় অন্যান্যদের সঙ্গে সাজ্জাদ মণ্ডলের ভাড়া বাড়ির মালিকদেরকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ওই বাড়ির এক মহিলার সঙ্গে অশালীন ব্যবহার করলে আবিদ ও সাজিদ সাজ্জাদকে মারধর করে এবং মঙ্গলবার রাতে তাঁকে শ্বাসরোধ করে খুন করে। পরিবারের কাছে জানার পরই বর্ধমান থানার পুলিশ দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করে, তখন তাঁরাও খুনের কথা স্বীকার করেন। তারপরেই তাঁদের গ্রেপ্তার করা হয়।