১৬টা চন্দ্রবোড়া সাপের বাচ্চা উদ্ধার করলেন বনদফতরের কর্মীরা। শুত্রুবার বর্ধমানের আলমগঞ্জ এলাকায় একটি মার্বেল পাথর বিক্রয়কারী সংস্থার গোডাউন থেকে উদ্ধার করা হয় বিষধর এই সাপের বাচ্চাগুলোকে। এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে ওই মার্বেল সংস্থা সহ এলাকায়।
এদিকে, সাপের বাচ্চা উদ্ধার হলেও কোন পূর্ণ বয়স্ক সাপের খোঁজ এদিন পাননি উদ্ধারকারী দলের সদস্যরা। এতে আশঙ্কা আরও বেড়েছে বলে এলাকার মানুষ জানিয়েছেন। তাঁরা জানিয়েছেন, এতগুলো সাপের বাচ্চা যখন একটা জায়গা থেকে পাওয়া গেল তখন বড় সাপ অবশ্যই থাকবে। এখন বর্ষাকাল, তাই সকলকেই খুব সাবধানে চলাফেরা করতে হবে।
Like Us On Facebook