জামুড়িয়ার সাতগ্রামে ধরা পড়ল প্রায় ১২ ফুট লম্বা বিশালাকার পাইথন। সাতগ্রাম বাউরি পাড়ায় জিতেন বাউরির গোয়ালঘরে বিশাল সাপটি ঢুকে পড়েছিল। সাপ ধরতে অভিজ্ঞ গ্রামেরই এক বাসিন্দা সাপটিকে ধরে বস্তাবন্দি করে ফেলেন। পরে বনদফতরের হাতে তুলে দেওয়া হয় সাপটিকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামুড়িয়ার সাতগ্রামে জিতেন বাউরির গোয়ালঘরে বিশাল পাইথন ঢুকে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডাক পড়ে সাপ ধরতে অভিজ্ঞ গ্রামের বাসিন্দা শ্যামল ধীবরের। পাশাপাশি খবর দেওয়া হয় জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশকে। পুলিশ খবর পাঠায় বনদফতরে।

এদিকে খবর পেয়ে শ্যামল ধীবর এসে মশারির সাহায্যে তৎপরতার সঙ্গে সাপটিকে ধরে বস্তাবন্দি করে গ্রামের মাঠে নিয়ে আসেন। দ্রুত খবর ছড়িয়ে পড়ে আশেপাশে। বিশালাকার পাইথন দেখতে ভীড় জামান মানুষজন। এরপর বনদফতরের কর্মীরা এলে পাইথনটিকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়। বনদফতরের কর্মীরা জানান আসানসোলের কালিপাহাড়ি অঞ্চলে সাপটিকে তাঁরা ছেড়ে দেবেন। বনকর্মীরা বলেন এত বিশালাকার পাইথন তাঁরা আগে দেখেননি। স্থানীয় মানুষজন বলেন, ‘পরিত্যক্ত কয়লা খনিতে এই সাপের বাসা থাকতে পারে। সম্ভবত খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছিল পাইথনটি।’

দুর্গাপুর ডিভিশনের মুখ‍্য বনপাল মিলন কান্তি মন্ডল বর্ধমান ডট কমকে বলেন, ‘সাম্প্রতিককালে যতগুলো পাইথন ধরা পড়েছে তার মধ্যে এটি সবথেকে বিশালকার। সাপটিকে উদ্ধার করা হয়েছে। সাপটি সম্পূর্ণ সুস্থ আছে এবং সাপটিকে বনকর্মীরা মাইথন ড‍্যামের গভীর জঙ্গলে ছেড়ে দেয়। সম্ভবত বৃষ্টির কারণে গর্তে জল ঢুকে পড়ায় পাইথনটি তার গর্ত ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে।’


Like Us On Facebook