এক গৃহস্থের বাড়িতে চুরি করতে এসে ধরা পড়ল এক মূক ও বধির যুবক। গণপিটুনি দিয়ে ওই যুবককে অবশেষে পুলিশে হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে পানাগড়ের হনুমান মন্দির সংলগ্ন এলাকায়। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে পানাগড়ের বাসিন্দা শম্ভুনাথ সাউ-এর বাড়িতে বুধবার রাতে ৪ জনের এক চোরের দল রান্নার গ্যাস ওভেনের পিতলের বার্নার চুরির উদ্দেশ্যে ঢোকে। রান্না ঘরের আওয়াজে বাড়ীর লোকজন দেখতে এলে তিনজন চোর পালিয়ে গেলেও এক মূক ও বধির চোরকে বাড়ির লোক ধরে ফেলে। স্থানীয় মানুষ এই খবর শুনে ধৃতকে রাতভোর গণপিটুনি দিয়ে বৃহস্পতিবার কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেয়। জানা গেছে ধৃতের নাম দীপক চৌহান। পানাগড় রেল পাড়ের বাসিন্দা। ধৃত মূক ও বধির হওয়ায় পুলিশ ধৃতের কাছ থেকে চুরি বিষয়ে বিস্তারিত জানতে বিভিন্ন কৌশল নেয়। পুলিশ ধৃতের কাছ থেকে গ্যাস ওভেনের কয়েকটি পিতলের বার্নার পেয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই মূক ও বধির যুবক এর আগেও কয়েকটি চুরির ঘটনায় ধরা পড়েও পুলিশ ছেড়ে দেওয়ায় একই কায়দায় ফের চুরি করতে শম্ভু সাউ-এর বাড়তে ঢুকেছিল। বাসিন্দারা অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানায়।
Like Us On Facebook