একের পর এক দুর্ঘটনা ও প্রানহানীর ঘটনায় পূর্ব বর্ধমানের বুক চিরে যাওয়া ২ নং জাতীয় সড়ক এখন মৃত্যুর অপর নাম। এতটুকু অবসাবধনতা নিমেষে কেড়ে নিতে পারে প্রাণ। পুলিশি উদ্যোগ, ট্রাফিক নিয়মের কড়াকড়ি, সচেতনাতার প্রচার কিছুতেই রোখা যাচ্ছে না প্রাণহানী। কেন ঘটছে দুর্ঘটনা, কোথায় থেকে যাচ্ছে খামতি। এবার সরজমিনে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ২ নং জাতীয় সড়ক পরিদর্শনে রাজ্য পুলিশের এডিজি ট্রাফিক বিবেক সহায় ও ডিআইজি ট্রাফিক দেবাশীষ বড়াল।

শুক্রবার তাঁরা গুড়াপ থেকে গলসি পর্যন্ত জাতীয় সড়কের প্রায় ৫০ কিমি রাস্তার ৩০ টি দুর্ঘটনাপ্রবণ ও অতিদুর্ঘটনাপ্রবণ এলাকা ঘুরে দেখেন। গার্ডওয়াল, সিগনালিং ব্যবস্থা, কাটআউট ও লিংক রোডের অবস্থান সবই খতিয়ে দেখেন তাঁরা। পাশাপাশি শক্তিগড়, উল্লাস ও নবাবহাটের ফ্লাইওভারের দাবিও খতিয়ে দেখেন। পরবর্তীতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বসে এই বিষয়গুলি সম্পর্কে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এডিজি ট্রাফিক। তাছাড়াও দুর্ঘটনার একটা অন্যতম কারণ বাইক রেস, তা রোধেও বাইকারদের পারিবারিক অবস্থান বিচার না করে আইন মাফিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি স্পষ্ট করে দেন।

Like Us On Facebook