প্রতিদিনই ট্রেন লেট। সময়ে গন্তব্যে পৌঁছতে বেশ বেগ পেতে হয়। ক্ষোভ জমছিল নিত্যযাত্রীদের মধ্যে। বুধবারও দেরি হওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা অণ্ডাল স্টেশনে ট্রেন অবরোধ করেন। শেষে রেল কর্মচারিদের পক্ষ থেকে সময়ে ট্রেন চালানোর আশ্বাস পেলে অবরোধ ওঠে।

আসানসোল ডিভিশন রেল সূত্রের খবর, ৬৩৫২২ ডাউন আসানসোল-বর্ধমান লোকাল ৪টা ৪০ মিনিটে অণ্ডাল স্টেশনে আসার কথা কিন্তু আজ ট্রেনটি ৫টা ১৫ মিনিটে অণ্ডাল স্টেশনে পৌঁছায়। এরপর ক্ষুব্ধ মহিলা-পুরুষ সহ নিত্যযাত্রীরা ট্রেনের সামনে বসে পড়েন। তাঁদের দাবি দীর্ঘদিন ধরে আসানসোল-বর্ধমান ইএমইউ ট্রেনগুলি নির্ধারিত সময়ে চলছে না। ফলে যাত্রীরা চরম অসুবিধায় পড়ছেন। বারবার এই অভিযোগ জানানো সত্বেও কোন ফল মেলেনি। সেই কারণেই নিত্যযাত্রীরা আজ অবরোধ করেছেন বলে জানান। অবরোধ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।