পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে এবছরের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন বোর্ড থেকে মোট ৩৫জন কৃতি ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হল। শুক্রবার বর্ধমানের বিডিএ হলে পূর্ব বর্ধমান জেলার ২২জন ছাত্র ও ১৩জন ছাত্রীকে পুরস্কৃত করার পাশাপাশি তাঁরা ভবিষ্যতে কি হতে চায় সেই বিষয়েও এদিন জানতে চান জেলার প্রশাসনিক আধিকারিকরা। আর মজার বিষয় হল প্রায় সিংহভাগ ছাত্র-ছাত্রীই জানিয়েছে তারা ডাক্তার হতে চায়। কয়েকজন জানিয়েছে তারা আইপিএস হতে চায়। একজন ছাত্র জানিয়েছে সে আইএএস এবং একজন ছাত্রী জানিয়েছে সে জার্নালিষ্ট হতে চায়। কয়েকজন ছাত্রছাত্রী জানিয়েছে তারা শিক্ষক হতে চায়। এদিন এই অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা পুলিশ সুপার কুণাল আগরওয়াল, অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) রত্নেশ্বর রায়, নিখিল নির্মল (সাধারণ), বাসব বন্দোপাধ্যায়, প্রণব বিশ্বাস, সদর উত্তর মহকুমা শাসক মুফতি সামিম সওকত, জেলা সর্বশিক্ষা প্রকল্পাধিকারিক শারদ্বতি চৌধরী, অতিরিক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য প্রমুখরা।

Like Us On Facebook