বামেদের হাত থেকে বর্ধমান জেলা পরিষদের ক্ষমতা দখল করা এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই জেলা পরিষদের প্রথম বোর্ডের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হল শুক্রবার। এদিন বর্ধমান সংস্কৃতি মঞ্চের সভাঘরে বিদায়ী বোর্ডের সদস্য সহ জেলা পরিষদের আমন্ত্রিত সদস্যদেরও সংবর্ধিত করা হল।

রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন দেবনাথ এদিন বলেন, বিদায়ী বোর্ড জেলার উন্নয়নের জন্য অনেক ভাল কাজ করেছে। এরপর যাঁরা বোর্ডে আসবেন তাঁরা বিগত বোর্ডের ভুল ত্রুটি দূর করে জনগণের সেবায় ভাল কাজ করবেন বলে তিনি আশাবাদী। এদিন বিদায় সংবর্ধনার এই অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, সহকারী সভাধিপতি শম্পা ধাড়া, অতিরিক্ত জেলাশাসক প্রবীর চট্টোপাধ্যায়, সেক্রেটারী বাসব দত্তাগুপ্তা সহ বিশিষ্টরা। বিদায়ী সভাধিপতি এদিন বলেন, তিনি সমালোচনার উর্ধে নন। তিনি চেষ্টা করেছেন। তাঁর কাজে কোথাও অনিচ্ছাকৃত ত্রুটি থাকলে তার জন্য তিনি এদিন ক্ষমাও চেয়ে নেন।

Like Us On Facebook