এক ছাত্রী এবং তার মায়ের সুপার ইম্পোজ কারা অশ্লীল ছবি দিয়ে তাঁদের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগে গ্রেফতার কাটোয়ার এক যুবক। ধৃতের নাম সোমনাথ সাহা। বাড়ি কাটোয়া স্টেডিয়াম পাড়ায়। ছাত্রীর কাকার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার যুবক।
ভুক্তভোগী ছাত্রীর কাকা শনিবার কাটোয়া থানায় অভিযোগ দায়ের করে জানিয়েছেন, তাঁর ভাইঝি ও বৌদীর সুপার ইম্পোজ কারা অশ্লীল ছবি ব্যবহার করে কাটোয়া স্টেডিয়াম পাড়ার সোমনাথ সাহা নামে এক যুবক ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে। এরপর ওই যুবক তাঁদের পরিবারের বিভিন্ন জনের হোয়াটস অ্যাপ নম্বরে ভাইঝি ও বৌদীর মর্ফড ছবি পোস্ট করে ওই ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টে ওই সব মর্ফড ছবি পোস্ট করার হুমকি দিচ্ছে। অভিযোগ পেয়ে তদন্তে নামে জেলা পুলিশের সাইবার সেল। তদন্তে নেমেই পুলিশ আটক করে সোমনাথ সাহাকে। এরপর রবিবার সোমনাথ সাহাকে গ্রেফতার করে কাটোয়া মহকুমা আদালাতে পেশ করে পুলিশ। এদিকে ওই যুবকের বাবা জানিয়েছেন, তাঁর ছেলে নির্দোষ।