নাবালিকা ছাত্রীকে অ্যাসিড় ছোড়ার ঘটনায় অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কালনা মহকুমা আদালত। বৃহস্পতিবার কালনা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক তপন কুমার মন্ডল অ্যাসিড হামলার মামলায় অভিযুক্ত গৌরব মন্ডলকে যাবজ্জীবন সাজা দেওয়ার পাশাপাশি ৫ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও দু’বছর কারাবাসের নির্দেশ দেন। জানা গেছে, অ্যাসিড় আক্রান্ত নাবালিকা ছাত্রী ও তার পরিবার সুবিচার পেয়ে খুশি। কাঁদতে কাঁদতে ওই নাবালিকা ছাত্রী সাংবাদিকদের বলে, ওই ঘটনা আমার জীবনকে দুর্বিষহ করে তুলেছে। আজ কিছুটা শান্তি পেলাম
আদালত সূত্রে জানা যায়, পূর্বস্থলীর নতুন দামপাল এলাকার বাসিন্দা গৌরব মন্ডল ১৩ বছরের নাবালিকাকে প্রায়ই উত্যক্ত করত। নাবালিকা প্রতিবাদ করায় ২০১৬ সালের ১২ ডিসম্বর নাবালিকার মুখে অ্যাসিড ছুড়ে পালায় গৌরব মন্ডল। প্রাণে বেঁচে গেলেও নাবালিকার মুখ ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ হয় চোখও। তার পরদিনই পূর্বস্থলী থানায় লিখিত অভিযোগ জানায় নাবালিকার পরিবার। ঘটনার পরদিনই তদন্তকারী পুলিশ অফিসার গৌরব মন্ডলকে গ্রেফতার করে। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গৌরবের বাবা গৌরাঙ্গ মন্ডল ও তাঁর এক বন্ধু সুকান্ত বাগচীকে পুলিশ গ্রেফতার করে। অভিযুক্ত তিন জনের নামেই আদালতে চার্জশীট পেশ করে পুলিশ। বুধবার বাকি দুজনকে বেকসুর খালাস করে গৌরব মন্ডলকে দোষী সাবস্ত্য করে আদালত। বৃহস্পতিবার এই মামলায় গৌরব মন্ডলকে যাবজ্জীবন সাজা ঘোষণা করেন বিচারক।