আবার দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। প্রায় ঘন্টা চারেকের চেষ্টার পর উদ্ধার হল ওই যুবকের মৃতদেহ। মৃতের নাম অরবিন্দ প্রসাদ (২২)। বাড়ি লক্ষ্মীপুর মাঠ এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পাঁচ বন্ধু মিলে দামোদরের চরমানা এলাকায় স্নান করতে যায়। এদের মধ্যে একজন সাঁতার জানত না তাই সে জলে না নেমে পাড়ে বসেছিল। বাকি চারজন জলে নামে। পুলিশ সূত্রে জানা গেছে, অরবিন্দ প্রসাদ নিজেও সাঁতার জানত না। এদিকে, কিছুক্ষণ স্নান করার পর আচমকাই জলে ডুবতে শুরু করে অরবিন্দ। বাকি চারজনের মধ্যে দু’জন এই সময় জল থেকে উঠে আসে। বাকি দুজন অরবিন্দকে বাঁচানোর জন্য প্রবল চেষ্টা করে। কিন্তু জলের তোড়ে তারাও হার মানে। এরপরই তারা চিৎকার করে স্থানীয় বাসিন্দাদের সাহায্য চায়। এরপর স্থানীয় বাসিন্দারা প্রায় ঘন্টা চারেকের চেষ্টায় অরবিন্দ প্রসাদকে উদ্ধার করে দ্রুত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসকরা এদিন প্রায় পৌনে আটটা নাগাদ তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে, গ্রাজুয়েশন শেষ করার পর বর্তমানে বিভিন্ন চাকরীর প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল অরবিন্দ। এই আকস্মিক ঘটনায় গোটা এলাকাতেও তীব্র শোকের ছায়া নেমে এসেছে।
Like Us On Facebook