কালনায় বাবার সাথে তর্পণ করতে গিয়ে ভাগীরথীতে তলিয়ে গেল হিমাদ্রী চৌধুরী নামে এক যুবক(১৮)। বাড়ি বর্ধমানের বসতপুরে। বাবার সঙ্গে মোটরবাইকে চড়ে সে আজ ভোরে কালনায় তর্পণ করতে আসে। তার পরে জলে নামতেই তলিয়ে যায় হিমাদ্রী। হিমাদ্রীর সন্ধানে পুলিশি উদ্যোগে চলে তল্লাশি অভিযান।
Like Us On Facebook