ইংরেজি নববর্ষে পিকনিকে বন্ধুদের আগুন নিয়ে খেলা দেখাতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়নার গোতান এলাকায়। মৃত যুবকের নাম বিশ্বজিৎ সিংহ (২৫)। গোতান গ্রামেই বাড়ি।
জানা গেছে, ১ জানুয়ারি সন্ধ্যায় বিশ্বজিৎ বন্ধুদের সঙ্গে পিকনিক করছিলেন গোতান হাসপাতালের পাশে। সেখানে বিশ্বজিৎ বন্ধুদের জানান তিনি ম্যাজিক দেখাবেন। তিনি বন্ধুদের জানিয়েছিলেন গায়ে আগুন ধরিয়ে জলে ঝাঁপ দেবেন। বন্ধুরা এইরকম ভয়ঙ্কর খেলা দেখাতে নিষেধও করেন। কিন্তু বিশ্বজিৎ বন্ধুদের নিষেধ না শুনে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে জলে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। আগুনের লেলিহান শিখা গোটা শরীর গ্রাস করায় তিনি জলে ঝাঁপ দিতে পারেননি। বন্ধুরা কোনক্রমে আগুন নিভিয়ে গুরুতর জখম অবস্থায় বিশ্বজিৎকে বর্ধমান হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার সেখানে তাঁর মৃত্যু হয়। গোটা ঘটনায় স্তম্ভিত এলাকার মানুষজন।