.

কৃষি ঋণ মুকুব, ধানের সরকারি সহায়ক মূল্য ২৫৫০ টাকা করা, ইচ্ছেমত মদের দোকানের লাইসেন্স দেওয়া বন্ধ করা এবং চোলাই মদের দোকান বন্ধের দাবিতে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা যুব কংগ্রেসের ডাকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় বর্ধমানের কার্জনগেটের সামনে। এদিন এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুব কংগ্রেস সভাপতি গৌরব সমাদ্দার, জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি অভিজিত ভট্টাচার্য, মহকুমা কংগ্রেস সভাপতি নাজির হোসেন, যুব নেতা আজাহার মল্লিক প্রমুখ। পরে এদিন জেলাশাসকের কাছে একটি স্মারকলিপিও দেন কংগ্রেসের প্রতিনিধিরা। এরই পাশাপাশি যখন অন্যান্য রাজনৈতিক দল থেকে এসে তৃণমূলে যোগ দেওয়ার প্রবণতা ক্রমবর্ধমান, সেই সময় এদিনের কংগ্রেসের সভায় বর্ধমানের ক্ষেতিয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের দুই নেতা সঞ্জয় সাউ এবং স্বরাজ ঘোষের নেতৃত্বে ১০জন যুব কংগ্রেসে যোগ দেন।

Like Us On Facebook