মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে মারধর যুবককে, লোকলজ্জার জেরে আত্মঘাতী যুবক। মৃতের নাম গৌরসুন্দর মুখার্জী(২৭)। বাড়ি মঙ্গলকোটের গোতিষ্টা পঞ্চায়েতের পশ্চিম গোপালপুর এলাকায়।

পরিবারের দাবি, পেশায় ভিডিওগ্রাফার গৌরসুন্দরকে গ্রামেরই এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ তুলে ১১ ফেব্রুয়ারি মাঝ রাতে ওই মহিলার নাম করে বাড়ি থেকে এলাকারই রক্ষাকালী তলায় ডেকে নিয়ে যায় প্রতিবেশী কয়েকজন যুবক। সেখানে তাকে ব্যপক মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় ওই মহিলার বাড়িতে ফেলে দিয়ে আসে তারা। যদিও সেই সময় ওই মহিলা সেখানে ছিলেন না বলে মৃতের পরিবারের দাবি। এমনকি সেখানে তাকে দিয়ে মুচলেকাও লেখানো হয় বলে দাবি পরিবারের। পরে তার আহত হয়ে পরে থাকার খবর পেয়ে পরিবারের লোকেরা গৌরসুন্দরকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।বাড়িতেই গভীর রাতে সে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হলে সোমবার ভোরে তার মৃত্যু হয়। পুলিশ তদন্ত শুরু করেছ।

Like Us On Facebook