বর্ধমানে রসিকপুর বিস্ফোরণকাণ্ডে শেখ আউলিয়া নামে এক যুবককে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের বাড়ি বর্ধমানের রসিকপুর এলাকায়। ধৃতকে আজ পুলিশি হেফাজত চেয়ে বর্ধমান আদালতে তোলা হয়। আদালত ধৃতের ৩ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে।

গত সোমবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বর্ধমান শহরের রসিকপুর এলাকা। ঘটনায় এক শিশুর মৃত্যু হয়। আহত হয় আরও এক শিশু। ঘটনার পরেই বর্ধমান থানার পুলিশ তদন্তে নামে। কলকাতা থেকে ফরেন্সিক বিশেষজ্ঞরা বর্ধমানে এসে ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। এদিকে পুলিশ তদন্তে নেমে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারপরেই সেখ আউলিয়াকে গ্রেফতার করে পুলিশ। এদিকে এই গ্রেফতারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি নেতা কল্লোল নন্দনের অভিযোগ, এতবড় একটা ঘটনায় পুলিশ গ্রেফতার করবে এটা স্বাভাবিক, কিন্তু কোন নির্দোষকে যেন গ্রেফতার করা না হয়। এই ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই প্রধানত দায়ী। তাই নিরপেক্ষ তদন্ত করে তবেই গ্রেফতার করুক পুলিশ। যদিও তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস জানিয়েছেন, এটা একটা দুঃখজনক ঘটনা। দোষীদের দলমত না দেখে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করুক পুলিশ এটাই আমরা চাই।

Like Us On Facebook