টাকার বিনিময়ে উপভোক্তাদের রেশন কার্ড পাইয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারিতে। ধৃত যুবকের নাম আলিবুদ্দিন মল্লিক। বাড়ি মেমারির সিমলা গ্রামে।

উপভোক্তাদের অভিযোগ, ধৃত আলিবুদ্দিন মল্লিককে মেমারি ১ নম্বর বিডিও অফিসের খাদ্য দফতরের আধিকারিকের ঘরে বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছিল। সে গ্রামবাসীদের কাছে দাবি করে তার সঙ্গে খাদ্য দফতরের আধিকারিকের ভাল যোগাযোগ আছে। এই সব বলে সে টাকার বিনিময়ে উপভোক্তাদের রেশন কার্ড করে দেবে বলে প্রচার করছিল। উপভোক্তাদের কাছ থেকে চারশো, পাঁচশো করে টাকাও তোলে। গোটা বিষয়টিতে গ্রামবাসীদের সন্দেহ হয়। তারা তখন বিষয়টি জয়েন্ট বিডিওকে জানায় এবং আলিবুদ্দিনকে তাঁর কাছে নিয়ে যায় উপভোক্তারা। তার কাছ থেকে রেশন কার্ডের ফর্ম, ভোটার ও আধার কার্ড পাওয়া যায়। ধৃতকে বুধবার বর্ধমান আদালতে তোলা হয়।

Like Us On Facebook