চলন্ত বাসে এক মহিলার শ্লীলতাহানি করার অভিযোগে এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন বাস যাত্রীরা। ধৃত যুবকের নাম রাজেশ সাহা। বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোট এলাকায়।
অভিযোগকারী মহিলা জানিয়েছেন, এদিন সকালে তিনি কৈচড় থেকে বর্ধমান আসার উদ্দেশ্যে বর্ধমান-কাটোয়া রুটের একটি বাসে ওঠেন। বাসে প্রচুর ভিড় ছিল। এই ভিড়ের সুযোগ নিয়ে তাঁর পিছনে দাঁড়িয়ে ওই যুবক ক্রমাগত তাঁর সঙ্গে অশালীন আচরণ করতে থাকে। এই ঘটনায় তিনি চিৎকার করলে বাসযাত্রীরা ওই যুবককে ধরে। পরে বাসটি বর্ধমান স্টেশন এলাকায় এলে অভিযুক্ত যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই মহিলা বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ রাজেশকে গ্রেফতার করেছে।
Like Us On Facebook