বর্ধমান হাসপাতালে কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে গালাগাল দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত যুবকের নাম শেখ আকতার। বাড়ি তালিতের পশ্চিমপাড়ায়।
জানা গেছে, কীটনাশক খেয়ে রবিবার বর্ধমান হাসপাতালের রাধারাণি ওয়ার্ডে ভর্তি হয় শেখ আকতারের এক আত্মীয়। ওই রোগীর কাছে আকতার সহ চার পরিজন ছিলেন। হাসপাতালে রোগীর চাপ বেশি থাকায় স্যালাইন ঝোলানোর স্ট্যান্ড ছিল না ওয়ার্ডে। আকতারকে স্যালাইনের বোতল ধরতে বলেন এক নার্স। আকতার তা ধরতে রাজি হয়নি। এনিয়ে ওয়ার্ডের ভিতর আকতার গণ্ডগোল পাকায় বলে অভিযোগ। কর্তব্যরত এক মহিলা চিকিৎসক অকতারকে শান্ত হতে বললেও তাতে কর্ণপাত করে নি আকতার উল্টে চেঁচামেচি চালিয়ে যায়। হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ডেকে তাদের ওয়ার্ড থেকে বের করে দিতে বলেন চিকিৎসক। তাদের ওয়ার্ড থেকে বের করে দেওয়ার কিছুক্ষণ পর তারা ফের ফিরে এসে ওই মহিলা চিকিৎসককে গালিগালাজ করে বলে অভিযোগ। এরপর ওই মহিলা চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে আকতারকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃতকে আদালতে তোলে পুলিশ। জামিনযোগ্য ধারায় মামলা রুজু হাওয়ায় ধৃতের জামিন মঞ্জুর করেন বিচারক।