.

বর্ধমান হাসপাতাল চত্ত্বর থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সেখ মুস্তাফা। বাড়ি বর্ধমানের হরেরডাঙা এলাকায়। ধৃতের কাছ থেকে একটি ছয় চেম্বারের পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ওই যুবক হাসপাতাল চত্ত্বরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। সন্দেহ হওয়ায় হাসপাতালের পুলিশ ক্যাম্পের পুলিশ সেখ মুস্তাফাকে আটক করে। তল্লাশি চালিয়ে পুলিশ পিস্তল, গুলি ও ছুরি উদ্ধার করে। কি কারণে ওই যুবক বর্ধমান হাসপাতালে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তা খতিয়ে দেখছে বর্ধমান থানার পুলিশ।

Like Us On Facebook