স্নান করতে নেমে কাটোয়ার ভাগীরথীতে ডুবে মৃত্যু হল তরুণ অ্যাথলিটের। মৃত অ্যাথলিটের নাম জয় সাহা (২১)। কাটোয়ার কাশীগঞ্জ পাড়ার বাসিন্দা। জয় কাটোয়া কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা উদ্ধার করে জয়ের দেহ।
স্থানীয় সূত্রে জানা গেছে, জয় ভাল অ্যাথলিট ছিলেন। স্কুলের হয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় নাম কুড়িয়েছিলেন। পাশাপাশি তিনি ভাল ফুটবলও খেলতেন। স্থানীয় জাগরণী ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। সেখানেই খেলাধুলা করতেন জয়। প্রতিদিনের মতো পৌরসভার মাঠে অনুশীলনের পর শুক্রবার সকাল ১০টা নাগাদ ভাগীরথীতে স্নান করতে নামেন। তিনি ভাল সাঁতার জানলেও এদিন কোন কারণে জলের নীচে তাঁর পা আটকে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। খবর যায় বিপর্যয় মোকাবিলা দফতরে। স্থানীয় মানুষজন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধার করেন জয়ের দেহ। জয়ের বাবা পেশায় টোটোচালক। খবর পেয়ে ছুটে আসেন ঘাটে। জয়ের অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।