বুধবার সকাল থেকেই বর্ধমান জেলা জুড়ে শুরু হয়ে যায় ঘুর্নিঝড় যশের প্রভাব। কার্যত ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। মাঝে মাঝে দমকা হাওয়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দমকা হাওয়া ঝড়ের রুপ নিতে শুরু করে। এদিকে, জেলায় প্রথম যশের প্রভাবে আহত হওয়ার ঘটনা ঘটল বর্ধমান শহরের ১০ নং ওয়ার্ডের ৩ নং ইছলাবাদ এলাকায়। একটি পুরানো দোতলা বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে গুরুতর জখম হলেন ৭৫ বছরের বৃদ্ধা পুর্ণিমা মুখার্জী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকাল প্রায় সাড়ে নটা নাগাদ পুর্নিমাদেবী দোতলা বাড়ির ছাদে দাঁড়িয়ে যশের প্রভাব দেখছিলেন। সেইসময় আচমকাই বাড়ির একাংশ ধ্বসে পড়ে। তিনিও দোতলা থেকে নীচে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয়রাই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

জানা গেছে, বহু পুরনো এই দোতলা বাড়িতে পুর্ণিমাদেবী তাঁর ছেলে ও পুত্রবধুকে নিয়েই থাকেন। দুর্ঘটনার সময় তাঁরা ছিলেন একতলায়। এদিকে, এই ঘটনার পর পুর্ণিমাদেবীর ছেলে শান্তিপদ মুখার্জী জানিয়েছেন, তাঁদের এই বাড়িটি ১৯৬৬ সালে তৈরি হয়। বেশ কিছুদিন ধরেই বাড়ির একাংশ দুর্বল হয়ে পড়েছিল। তার উপর যশের প্রভাবে গত দুদিন ধরে বৃষ্টির জন্যই বাড়ির একাংশ ভেঙে পড়ে। তিনি জানিয়েছেন, এই ঘটনার পর এলাকার মানুষরা বাকি দুর্বল অংশগুলি ভেঙে দিয়েছেন বিপদের আশঙ্কায়।

Like Us On Facebook