.
আজ বড়দিন। আনন্দে মাতোয়ারা মানুষজন। বড়দিনের আনন্দ বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যে পৌঁছে দিতে অন্ডালের খান্দরা বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে কেক-মিষ্টি উপহার তুলে দিলেন খান্দরার পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েতের সদস্যরা। বুধবার সকালে খান্দরার পঞ্চায়েত প্রধান শ্যামল অধিকারী পঞ্চায়েত সদস্যদের সঙ্গে নিয়ে স্থানীয় বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে বড়দিনের আনন্দ ভাগ করে নিতে তাদের হাতে কেক ও মিষ্টি উপহার তুলে দেন। বড়দিনে পঞ্চায়েত প্রধানের এই উদ্যোগে বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটে। পঞ্চায়েত প্রধান শ্যামল অধিকারী বলেন, ‘বিশ্ব জুড়ে সকলে আজ বড়দিনের আনন্দ মেতেছে। তাই বড়দিনে বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।’
Like Us On Facebook