আজ বড়দিন। আনন্দ, উদ্দীপনা ও প্রার্থনার মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। দুর্গাপুর শিল্পাঞ্চলের অন্যতম বড় চার্চ হল সিটি সেন্টারের সেন্ট টেরেসা ক্যাথলিক চার্চ। শনিবার মধ্যরাতে মূল অনুষ্ঠানের পর রবিবার সকাল ৯ টার প্রার্থনা সভা ছিল কানায় কানায় পরিপূর্ণ। ফাদার রাজা শেখর প্রার্থনার পাশাপাশি প্রভু যিশুর বাণী তুলে ধরেন সমবেত মানুষজনের কাছে। সেন্ট টেরেসা ক্যাথলিক চার্চের ফাদার রাজা শেখর সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান এবং বর্ধমান ডট কমকে বলেন,”শনিবার রাত্রে ও রবিবার সকালে প্রচুর মানুষ এসেছিলেন প্রভুর কাছে প্রার্থনায় অংশ নিতে।”
আজ বড়দিনের উৎসবে সামিল হতে দুর্গাপুরের সেন্ট টেরেসা ক্যাথলিক চার্চের আশপাশে মানুষের ঢল নামে। বিভিন্ন চার্চের পাশাপাশি জেলাজুড়ে বিভিন্ন পার্ক, পিকনিক স্পট, শপিং মলে ভীড় ছিল চোখে পড়ার মতো।