বাচ্চার জন্য রানিগঞ্জ বাজার থেকে নামী কোম্পানির বেবিফুড কিনে চক্ষু চড়কগাছ অণ্ডালের ধানডিহির বাসিন্দা বুধন গড়াইয়ের। বুধনবাবুর স্ত্রী বাচ্চার জন্য কিনে আনা বেবিফুডের প্যাকেট খুলে জলে গুলতেই দেখতে পান কিছু ভেসে উঠছে। ছাকনি দিয়ে ছেঁকে দেখতে পান লম্বা লম্বা পোকা। বুধনবাবুর স্ত্রী অবশ্য সেই দুধ আর বাচ্চাকে খাওয়াননি।
বুধনবাবু বলেন, রানিগঞ্জের একটি দোকান থেকে আমি আমার বাচ্চার জন্য ‘ফ্যারেক্স’ নামের বেবিফুড কিনেছিলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে আমার স্ত্রী সেই প্যাকেট খুলে দুধ জলে গুললে তার মধ্যে পোকা দেখতে পায়। এরপর সেই দুধ আর বাচ্চাকে খাওয়ানো হয়নি। ভুলবশত ওই দুধ আমার বাচ্চাকে খাওয়ানো হলে কি বিপদই না হয়ে যেত সেটা ভাবলে আমার গা শিউরে উঠছে। বুধনবাবু আরও বলেন, ব্যাপারটি নিয়ে আমি পুলিশের দ্বারস্থ হব। পাশাপাশি ওই বেবিফুড নকল কিনা সেই বিষয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।