কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে দুর্গাপুর শিল্পাঞ্চলে ক্যাশলেস লেনদেন চালুর প্রস্তুতি চলছে জোর কদমে। এই বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চলছে প্রশিক্ষণ শিবির। বড় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি ছোট ও মাঝারি শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধারদের ব্যাঙ্ক আধিকারিকরা প্লাস্টিক মানি ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছেন। শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি এবার শিক্ষা প্রতিষ্ঠানেও শুরু হল ক্যাশলেস লেনদেনের প্রশিক্ষণ।
শুক্রবার দুর্গাপুরের ইস্পাত বিদ্যালয়ে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার আধিকারিকরা হাতে কলমে স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের জন্য অনলাইনে লেনদেন করার এক প্রশিক্ষণ শিবির করল। এই প্রশিক্ষণ শিবিরে স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা মনোযোগ সহকারে ব্যাঙ্ক কর্তাদের কাছে প্রশিক্ষণ নেন এবং প্লাস্টিক মানি ব্যবহারের সুরক্ষা বিষয়ে আলোচনা করেন। জানা গেছে স্কুলের ছাত্র-ছাত্রীদের মাসিক বেতন যাতে অভিভাবকরা অনলাইনে দেন সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণ শিবির।