বুদবুদ থানার কোটা গ্রামে মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়ে পরিবারকে আর্থিক সাহায্য করল কারখানার অন্যান্য শ্রমিকরা। জানা গেছে, ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২৯ জুন বুদবুদের কোটা গ্রামের একটি বেসরকারি স্পিরিট তৈরির কারখানার শ্রমিকের মৃত্যু হয়। মৃত শ্রমিকের নাম আনন্দ ধীবর। তাঁর পরিবারে স্ত্রী সহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানা গেছে। মৃত শ্রমিকের স্ত্রী জানান, তাঁর স্বামী মারা যাওয়ার পর সংসারে অভাব অনটন দেখা দেয়। ছেলে-মেয়েদের নিয়ে প্রচণ্ড আর্থিক সমস্যার মধ্যে দিন কাটছিল। এই কথা স্বামীর সহকর্মীরা জানতে পারলে তাঁরা সাহায্য করতে এগিয়ে আসেন।
সোমবার সকালে কারখানার প্রায় চারশো জন শ্রমিক মিলে নিজেদের একদিনের মজুরির টাকা জড়ো করে প্রায় এক লক্ষ টাকা তুলে দেন মৃত আনন্দ ধীবরের স্ত্রীর হাতে। এদিন সমস্ত শ্রমিকরা কাজে যোগ দেওয়ার সময় কারখানার গেটে কারখানা কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে আনন্দর পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। শ্রমিকরা জানান, আনন্দর পিএফ ও ইএসআই-এর টাকা কারখানা কর্তৃপক্ষকে বলে পাইয়ে দেবার ব্যবস্থা করেছেন। একই সাথে আগামী দিনে আনন্দর পরিবার যাতে আর্থিক সমস্যায় না পড়ে তাই কারখানা কর্তৃপক্ষের কাছে আনন্দর পরিবারের এক জনের চাকরির দাবি জানিয়েছেন শ্রমিকরা।