বর্ধমান স্টেশনে নির্যাতিতা বৃদ্ধার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এলেন রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা। শুক্রবার রাজ্য মহিলা কমিশনের দুই প্রতিনিধি দীপান্বিতা হাজারী ও শ্রবন্তী বন্দ্যোপাধ্যায় বর্ধমান হাসপাতালে এসে নির্যাতিতা বৃদ্ধার সঙ্গে দেখা করেন।
এদিন প্রথমে তাঁরা হাসপাতালের সুপার উৎপল দাঁর সঙ্গে দেখা করেন। নির্যাতিতার শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন কমিশনের সদস্যরা। তারপর তাঁরা হাসপাতালের প্রসূতি বিভাগে গিয়ে বৃদ্ধার সঙ্গে কথা বলেন। চিকিৎসা ও অন্যান্য বিষয়ে কমিশনের সদস্যরা হাসপাতালের কাজে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা জানান বৃদ্ধা এখন সুস্থ। তবে তিনি বাড়ি যেতে রাজি নন। তাঁকে যাতে কোন বৃদ্ধাশ্রমে রাখা যায় সেই বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে ঠিক করা হবে। উল্লেখ্য, সম্প্রতি বর্ধমান স্টেশনের পাশে ওই বৃদ্ধাকে চা খাওয়ানোর নাম করে ডেকে নিয়ে গিয়ে এক যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর প্রায় ১৫ দিন পেরিয়ে গেলেও অধরা অভিযুক্ত।