বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে এই প্রথম সাজাপ্রাপ্ত বন্দিদের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে শীতকালীন মেলা। আগামী ২৫ ও ২৬ জানুয়ারি দুুু’দিন ব্যাপী এই মেলায় সাধারণের প্রবেশ থাকছে অবাধ। বৃহস্পতিবার বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার পরিদর্শন করতে এসে একথা জানিয়ে গেলেন বর্ধমান রেঞ্জের ডিআইজি(কারা) নবীন কুমার সাহা।
তিনি জানিয়েছেন, জেল থেকে সংশোধনাগার। সংশোধনাগার মানে সেখানে বন্দিদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার উদ্যোগ। আর এই উদ্যোগের অঙ্গ হিসাবে গতবছর থেকে শুরু হয়েছে সাজাপ্রাপ্ত বন্দিদের নিয়ে নানান অনুষ্ঠানের। প্রথমবার কলকাতার প্রেসিডেন্সী সংশোধনাগারের পর এবার জেলায় জেলায় এই কর্মসূচি ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কর্মসূচি অনুযায়ী এবার বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার এবং এরপর জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দিদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে মেলা।
ডিআইজি জানিয়েছেন, বর্ধমান কেন্দ্রীয় সংশোধনগার প্রাঙ্গণে মেলায় থাকছে ১০টি স্টল। এই স্টলে থাকবে বন্দিদের নিজেদের হাতে তৈরি বিভিন্ন দ্রব্য। বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দিরা এখন তৈরি করছেন মধুবনী শাড়ি। সেই শাড়ি বিক্রির ব্যবস্থাও থাকছে এই মেলায়। থাকছে বন্দিদের হাতে তৈরি টেরাকোটার গহনা, ফ্যাশন ব্যাগ, কুকিজ, সর্ষের তেল, গামছা, মুড়ি, আসবাবপত্র প্রভৃতিও। থাকছে বন্দিদের হাতে তৈরি বিভিন্ন খাবারের স্টলও। খোলামেলা এই মেলায় সাধারণ মানুষের প্রবেশাধিকার থাকছে অবাধ। দুপুর ৩টে থেকে রাত্রি প্রায় সাড়ে ৮টা পর্যন্ত এই মেলা চলবে।
নবীনবাবু জানিয়েছেন, একদিকে, বন্দিদের খোলা আকাশের নীচে সাধারণ মানুষের মাঝে হাজির করা আর বিশিষ্ট শিল্পীদের নিয়ে এসে বন্দিদের মাঝে হাজির করা – এই দুই কর্মসূচিই থাকছে। বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দিদের গান শোনাতে আসছেন দুই খ্যাতনামা শিল্পী অর্ঘ্য দত্ত এবং ইলা বিশ্বাস। তাঁরা বন্দিদের গান শোনাবেন। এছাড়াও বাইরের মেলায় বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের সাজাপ্রাপ্ত প্রায় ৬১ জন বন্দির সাঁওতালি ডান্স সহ দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দিরা পরিবেশন করবেন মহুয়া সুন্দরী নামে একটি বাউল গান আশ্রিত নাটক। থাকছে বিভিন্ন বন্দিদের মার্শাল আর্ট প্রদর্শনী, মেদিনীপুরের বন্দিদের ছৌ নাচ, আলিপুরদুয়ারের নারী শক্তির উদ্যোগে নাটক প্রভৃতি।
তিনি জানিয়েছেন, মোট প্রায় ১১০জন বন্দি এই মেলায় অংশ নিচ্ছেন। আর সাধারণ মানুষের মাঝে তাঁদের এই উপস্থিতিতে থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এদিন ডিআইজির পরিদর্শন উপলক্ষ্যে হাজির ছিলেন বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার আশীষ বণিক, ওয়েলফেয়ার অফিসার ব্রততী বিশ্বাস প্রমুখ। ২৫ জানুয়ারি এই মেলার উদ্বোধন করবেন রাজ্য কারা দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।