.

বর্ধমান শহরকে যানজট মুক্ত করতে ও শহরের দূষণ কমাতে শহর থেকে পাইকারি বাজারগুলিকে শহরের উপকন্ঠে জেলা কৃষি খামারের কিষান মান্ডিতে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় জেলা প্রশাসনের তরফে। ৩০ নভেম্বরের মধ্যেই সরিয়ে নিতে হবে পাইকারি বাজারের দোকান, জারী হয় বিজ্ঞপ্তিও। ঠিক তার আগের দিনেই সময়সীমা শেষ হবার পূর্বে ব্যবসায়ীদের পক্ষ থেকে বুধবার জেলাশাসককে একটি স্মারকলিপি দেওয়া হয়। দীর্ঘদিনের বাজার ও যে স্থানকে সরে যাওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে, সেখানে ব্যবসা চালানোর ক্ষেত্রে নানাবিধ অসুবিধার কারণ দেখিয়ে ব্যবসায়ীরা সেখানে যেতে অস্বীকার করেন। যদিও জেলাপ্রশাসনের তরফে অনড় মনোভাব দেখিয়ে ১৫ ডিসেম্বরের মধ্যেই তাদের সরে যেতে হবে বলে দৃঢ় ভাবে জানানো হয়।

Like Us On Facebook