বর্ধমান সদর ১নং ব্লকের কিষাণ মাণ্ডিকে চালু করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ধমান শহরের রাণিগঞ্জ বাজার এবং তেতুঁলতলা বাজারের পাইকারী ব্যবসাদারদের কিষাণ মাণ্ডিতে নিয়ে যাওয়ার পরিকল্পনার বিরুদ্ধে পথে নামল ব্যবসায়ীরা। রবিবার পূর্ব বর্ধমান চেম্বার অফ ট্রেডার্স-এর পক্ষ থেকে এই সিদ্ধান্তের প্রতিবাদে মিছিল এবং সভাও করা হল।
সংগঠনের সম্পাদক চন্দ্র বিজয় যাদব অভিযোগ করেছেন, বর্ধমানের কৃষি খামার প্রাঙ্গণের কিষাণ মাণ্ডিকে চালু করার জন্য ব্যবসাদারদের উচ্ছেদ করার পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। তিনি জানান, কিষাণ মাণ্ডিতে তাদের নিয়ে যাবার পরিকল্পনা নেওয়া হলেও সেখানকার সুরক্ষা সহ আনুষঙ্গিক কোন সুবিধাই তাঁরা পাবেন না। কার্যত চরম লোকসানের মুখে পড়বেন ব্যবসাদাররা। কিষাণ মাণ্ডি থেকে বিভিন্ন বাজারে খুচরো মাল নিয়ে যাবার জন্য জিনিসপত্রের দামও প্রচুর পরিমাণে বাড়বে। তিনি জানান, এই দুটি বৃহত্তর বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন কমবেশি প্রায় ১০ হাজার ব্যবসাদার সহ প্রায় ৫০ হাজার মানুষ। এই দুটি পাইকারী বাজার থেকেই শহর ও আশপাশের এলাকায় মাল সরবরাহ করা হয়। কাঁচা সব্জী, পিঁয়াজ, আদা, রসুনের পাশাপাশি মাছ, ডিমেরও পাইকারী ব্যবসা রয়েছে। তিনি জানান, প্রশাসন তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করলে আগামী ১ ডিসেম্বর থেকে তাঁরা লাগাতার ধর্মঘটের পথে নামবেন। ইতিমধ্যে এই সমস্যার বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছেও ব্যবসাদাররা অভিযোগপত্র পাঠিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি শহরে মাইকিং করে প্রশাসনের পক্ষ থেকে ২০ নভেম্বরের মধ্যে এই দুটি পাইকারী বাজারকে কিষাণমাণ্ডিতে চলে যাবার জন্য নির্দেশিকা জারী করা হয়েছে। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ব্যবসাদারদের সময় দেওয়া হয়েছে। ব্যবসাদারদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। তারপরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।