সোমবার অন্ডালের পরাশকোল এলাকায় ধসে গেল আস্ত একটা কুয়ো। এই ঘটনার পরে এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় মাধব মুন্ডা, মালিক মুন্ডারা জানান, সোমবার রাতে মুষলধারে বৃষ্টির মধ্যে এই ঘটনা ঘটে। তিনি বলেন, ‘এলাকার মানুষ পানীয় জলের জন্য এই কুয়োটি ব্যবহার করতেন। কুয়োটি ধসে যাওয়ার কারণে স্থানীয় লোকজন সমস্যায় পড়েছেন।’ স্থানীয়রা জানান, যে ভাগ্যিস ঘটনাটি রাতে ঘটেছিল। দিনের বেলা ঘটলে, মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারতো।
Like Us On Facebook