সাতপাকে বাঁধা পড়লেন রাজ-শুভশ্রী। সফল পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সফল নায়িকা তথা বর্ধমানের মেয়ে শুভশ্রী। শুক্রবার রাতে এক হল রাজ-শুভশ্রীর চার হাত। হাজির থাকলেন বর্ধমানবাসী, আত্মীয়স্বজন সহ অনেকেই।

এদিন দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে ঘটা করে হয় বিয়ের অনুষ্ঠান। এদিন লাল বেনারসি, সোনার গয়না, গলায় ফুলের মালায় চিরাচরিত বাঙালি বধূর সাজে ধরা দেন শুভশ্রী। আর সাদা ধূতি আর সবুজ পঞ্জাবি পরেই বিয়ের পিঁড়িতে বসেন রাজ। লগ্ন ছিল ১০.৪০ থেকে ১২.১৫ পর্যন্ত। এই শুভ লগ্নেই শুভশ্রীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন রাজ। শুভদৃষ্টি, সাতপাক, মালাবদল সবই হয়।




















Like Us On Facebook