বর্ধমানে ডাক্তার দেখাতে আসার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক ছাত্রের। মৃতের নাম কিরণ সাহা। বাড়ি বীরভূমের সাঁইথিয়ায়। সে সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয়ের কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা নাগাদ বর্ধমান হাসপাতালে ডাক্তার দেখাতে আসার জন্য সাঁইথিয়া থেকে ট্রেনে চাপে কিরণ। এক বন্ধুকে সঙ্গে নিয়ে বর্ধমান আসছিল কিরণ। ট্রেন বর্ধমান স্টেশনে ঢোকার আগে স্টেশনের হোম সিগন্যালের কাছে কোনভাবে ট্রেন থেকে পড়ে যায় কিরণ। পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেল পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ডাক্তার দেখাতে আসার পথে কিরণের এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে কিরণের পাড়ায়।
Like Us On Facebook