.

তৃতীয় লিঙ্গের ভোটারদের মধ্যে ভোটদানে সচেতনতা ও ভিভিপ্যাট যুক্ত ইভিএম মেশিনের হাতে-কলমে প্রদর্শন শিবির হল পূর্ব বর্ধমানের সমাজ কল্যাণ দফতরে। বুধবার শহর বর্ধমানের পাঞ্জাবী পাড়ায় তৃতীয় লিঙ্গের প্রায় ২০ জন ভোটার প্রশিক্ষণে অংশ নেন। অন্য অনেকের মতোই ইভিএম মেশিনে নিজেদের দেওয়া ভোট ঠিক জায়গায় পড়ছে কি না তা নিয়ে এতদিন সন্দিহান ছিলেন তাঁরাও, এবার এই ভিভিপ্যাটের মাধ্যমে ভোট সঠিক জায়গায় পড়ছে কি না তা সুনির্দিষ্টভাবে বোঝা যাওয়ায় তাঁরা খুশী বলে জানান।

Like Us On Facebook